সাত মাস পর অনুশীলনে জামাল ভুঁইয়া
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
অধিনায়ককে ছাড়াই শুরু হয়েছিল অনুশীলন। ছিলেন না হেড কোচও। নেপাল ম্যাচকে সামনে রেখে গত ২৪ অক্টোবর অনুশীলন শুরু হয় বাংলাদেশ ফুটবল দলের। তবে এবার গোটা দল আনন্দিত। জামাল ভুঁইয়া ফিরলেন। অধিনায়ক সাত মাস পর শুক্রবার ফিরলেন চেনা পরিবেশে। শুরু করেছেন অনুশীলন। জানালেন ফেরাটা জয়ে রাঙিয়ে রাখতে চান।
করোনার কারণে লম্বা সময় পর আগামী মাসে মাঠের ফুটবলে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ নেপাল। তাই জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছেন না জামাল। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে এ ব্যাপারে এ মিডফিল্ডার বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে চাই। আশা করি ম্যাচ দুটি জিতব।এ দুইটা ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে, জাতীয় দল পারফরম করতে পারে না। সবাই বিষয়টা জানে।’
গত সাত মাস ডেনমার্কে ছিলেন জামাল। তাই ফিটনেসে তার ঘাটতি আছে। সেটা পুরোপুরি ফিরে পেতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে তার। এ নিয়ে জামাল বলেন, ‘ফিটনেস শতভাগ নেই। এক সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত অনুশীলন রানিং, জিম, ফিটনেস এই সব। দলের সঙ্গে অনুশীলন করলেন টিম কম্বিনেশন, এগুলো আলাদা।’
ভারতের গণমাধ্যমের খবর ছিল, সাইফ স্পোর্টিংকে বিদায় বলে কলকাতা মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল, সবকিছু হয়ে গেছে পাকাপাকি। শুক্রবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে জামাল জানালেন, এমন কোনো প্রস্তাব তিনি পাননি, ‘এটা গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি না। কোনো চুক্তির প্রস্তাবও নাই। কোনো চুক্তির প্রস্তাব পেলে বলব।’
১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন প্রধান কোচ জেমি ডেও!