মিরাজের প্রথম টেষ্ট শতক
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ঢাকা(০৪ ফেব্রুয়ারি): মেহেদী হাসান মিরাজ টেষ্টে প্রথম শতক করেছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। তার শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
২০১৮ সালের নভেম্বরের পর টেস্টে অর্ধশতক রান করেছিলেন মিরাজ। সর্বশেষ অর্ধ শতকের রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এর পরের ১২ ইনিংসে মিরাজের সর্বোচ্চ রান ছিল ৩৮।
কিন্তু আেজ সেই মিরাজ ঝলসে উঠেছেন। ওয়ারিক্যানদের অসহায় বানিয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ১৬২ বলে শতকের ইনিংস খেলেন মিরাজ। ১৩ বাউন্ডারিতে এ শতক করেন তিনি।
মিরাজের এই শতক রান করতে ভুমিকা তাইজুল। তাইজুলের নিজের স্কোর ১৮ রান হলেও ১১৭ বলে মিরাজ-তাইজুলের জুটি থেকে আসে ৪৪ রান।
পরে শ্যানন গ্যাব্রিয়ালের বলে আউট হওয়ার পর মিরাজের সঙ্গে জুটি করেন নাঈম হাসান। এই জুটি থেকে রান আসে ৬০। এর আগে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চমৎকার জুটি গড়েছিলেন মিরাজ।
প্রথম দিন লিটনের পর মিরাজের সঙ্গে জুটি গড়েন সাকিব। ১৫০ বলে ৬৮ রান করে কর্নওয়ালের বলে আউট হন সাকিব।