Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ঢাকা টেস্ট: প্রথম সেশনে পরিস্থিতি ইন্ডিজের অনুকূলে

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা টেস্ট: প্রথম সেশনে পরিস্থিতি ইন্ডিজের অনুকূলে

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা টেস্ট: প্রথম সেশনে পরিস্থিতি ইন্ডিজের অনুকূলে

ছবি: বিসিবি

ঢাকা (১১ ফেব্রুয়ারি): ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে সবকিছু নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ম্যাচের আগে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। খবর ইউএনবি।

এ খেলায় ক্রেইগ ও জন ক্যাম্পবেল ছিলেন উদ্বোধনী জুটি। খেলার ২১তম ওভারে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট শিকারি তাইজুল ইসলামের বলে ক্যাম্পবেল এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে এ জুটি থেকে আসে ৬৬ রান। ক্যাম্পবেল করেন ৩৬।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ পরাজয় ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মোমিনুল হকের শতক বিফলে যায় ক্যারিবীয়দের পক্ষে কাইল মায়ার্সের দ্বিশতকের কাছে।

ঢাকা টেস্টে স্বাগতিক দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব আল হাসান ও সাদমান ইসলাম ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। সেই সাথে মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। অন্যদিকে, সফরকারীদের দলে কেমার রোচের জায়গায় খেলছেন আলজারি জোসেফ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, শায়েস মোসলে, এনক্রুমা বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, যশুয়া দা সিলভা, রাহকিম কর্নওয়েল, আলজারি জোসেফ জমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়