কোভিড-১৯ টিকা নিতে কুর্মিটোলায় ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটাররা
ঢাকা(১৮ ফেব্রুয়ারি): বাংলাদেশ ক্রিকেট দল আগামি ২৩ মার্চ নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। এই সফরের আগে জাতীয় দলের ক্রিকেটাররা করোনাভাইরাসের টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হাজির হয়। শুধু ক্রিকেটাররা না, নিউজিল্যান্ড সফরের ডাক পাওয়া কোচিং স্টাফরাও।
বেলা পৌনে ১১টার দিকে টিকাদানের প্রক্রিয়া শুরু হয়।এরইমধ্যে ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার টিকা নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ড জানিয়েছে,প্রথম দফায় শুধু নিউজিল্যান্ড সফরে যাবেন এমন ক্রিকেটাররাই টিকা নেবেন। কুর্মিটোলায় আপাতত তাদের জন্যই টিকার ব্যবস্থা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সফরে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ক্লাবের ক্রিকেটাররা পরে টিকা পাবেন। তারপরই ঘরোয়া ক্রিকেট চালু করবে বিসিবি।
এদিকে টিকাদানের প্রক্রিয়া সম্পন্ন হলেও নিউজিল্যান্ড সফরের স্কোয়ার্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করব।