আগে দেশ, পরে সব : মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: মোস্তাফিজুর রহমান
ঢাকা (২৩ ফেব্রুয়ারি): ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলছেন না বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার মিরপুরের একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তিনি আইপিএলের খেলা না খেলার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।
মোস্তাফিজুর জানান, আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব। টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।
দেশের খেলা বাদ দিয়ে অন্য চিন্তা করতে চান না উল্লেখ করে মোস্তাফিজ বলেন, সবার আগে আমার কাছে দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। আমি বিসিবিকে তখন বলব, বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। তবে দেশ আগে।
সিদ্ধান্ত নিতে মোস্তাফিজকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারো একইভাবে ভাবছি।