ভিন্ন এক আইসোলেশনের অভিজ্ঞতা পেল মিরাজ-তাসকিনরা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত
ঢাকা (২৮ ফেব্রুয়ারি): করোনাকালীন সময়ে কোন সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে পুরোপুরি ঘর বন্দি (আইসোলেশনে) থাকতে হয়নি ক্রিকেটারদের। কিন্তু নিউজিল্যান্ডে টি-২০ এবং তিনটি করে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশি দলকে তিনদিন পূর্ণ আইসোলেশনে থাকতে হয়েছে।
তাসকিন জানান, ‘এটা সম্পূর্ণ ভিন্ন এক আইসোলেশনের অভিজ্ঞতা ছিল। আগে আমরা এভাবে আইসোলেশনে সময় কাটাইনি। হোটেল বন্দি থেকে তিনদিন পরে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি আমাদের অনেক সতেজ করেছে। ঘরবন্দি সময়টা আমরা পরিবারের সঙ্গে কথা বলে কাটাচ্ছি। সিনেমা দেখছি। এভাবে সময় কাটানোর পথ বের করে নিয়েছি।’
পাশাপাশি রুমে থাকলেও কারো সঙ্গে দেখা করতে পারেনি সৌম্য-মিরাজ, তামিম-তাসকিনরা। কথা বলতে হয়েছে মোবাইল ফোনে। তাই ‘জেল খানার’ সাথে তুলনা করেছেন অলরাউন্ডার মেহেদি মিরাজ।
মিরাজ জানান, প্রথম তিনদিন আমরা রুমে ছিলাম। আইসোলেশন থেকে আলো-বাতাসের সংস্পর্শে আসতেই মাথা ঘোরাচ্ছিল। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঠিকও হয়ে গিয়েছিল। বাইরে থেকে হাটাহাটি করে রুমে আসার পরে নিজেকে অনেক সতেজ লাগছে। এর আগে বন্দি মনে হয়েছে। এটা অনেক বিরক্তিকর এবং কঠিন ছিল। তবে বাকি চারদিনও কেটে যাবে বলে উল্লেখ করেন মিরাজ।
আগামী ২০ মার্চ ওয়ানডে খেলার মাধ্যমে শুরু হবে সিরিজ। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের নিউজিল্যান্ডে তিনদিন পূর্ণ আইসোলেশন সহ মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাতদিন শেষে জিম এবং বাংলাদেশ পাঁচজনের দল হয়ে অনুশীলন করতে পারবেন। তারপর শুরু হবে দলীয় অনুশীলন।