Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
নিউজিল্যান্ডে অনুশীলনের অনুমতি পেলো ক্রিকেটাররা

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউজিল্যান্ডে অনুশীলনের অনুমতি পেলো ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৫, ৪ মার্চ ২০২১  
নিউজিল্যান্ডে অনুশীলনের অনুমতি পেলো ক্রিকেটাররা

ছবি: নিউজিল্যান্ড কোয়ারেন্টাইনে বাংলাদেশ ক্রিকেটাররা, বিসিবির ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা(০৩ মার্চ): শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় দফা করোনাভাইরাসের পরীক্ষা। পরীক্ষায় দলের সকলের নেগেটিভ আসায় বুধবার থেকে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো জিম করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। আর বৃহস্পতিবার থেকে অনুশীলনও করতে পারবেন তারা। এক্ষেত্রে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করতে হবে।

স্বস্তি প্রকাশ করে বিসিবির এক ভিডিওবার্তায় ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, এতদিন আমাদের চলাফেরায় যে সকল বিধিনিষেধ ছিলো সেগুলো এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আজ থেকে আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করে ভালো লাগছে।

এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে কক্ষবন্দী থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ক্রিকেটাররা। এক ভিডিও বার্তায় মিরাজ বলছিলেন এই অভিজ্ঞতা জেলখানায় থাকার মতো।

তবে, বুধবার করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় ক্রিকেটারদের আগের তুলনায় তেমন একটা কক্ষবন্দী হয়ে থাকতে হচ্ছে না। ক্রিকেটাররা চাইলে এখন যেকোনো সময়ই বের হতে পারছেন নিজেদের রুম থেকে। আরো ১৪ দিন পর নেয়া হবে চতুর্থ ধাপের করোনা পরীক্ষা, যাতে উতরে গেলে সব ক্রিকেটারদের জন্য একত্রে অনুশীলন ও ফিটনেস ট্রেইনিং এ আর কোনো বাধা থাকবে না।

যেকোনো উপমহাদেশীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কন্ডিশন। যার কারনে কন্ডিশনে মানিয়ে নিতে এইবার অনেক আগেভাগেই স্বাগতিকদের দেশে পৌছেছেন ক্রিকেটাররা। এই মাসের ২০ তারিখ থেকে শুরু হবে টাইগারদের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের মিশন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়