নিউজিল্যান্ডে টাইগাররা অনুশীলনে ফিরছে আজ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
নিউজিল্যান্ডে প্রথম জিমে যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। ছবি: ফেসবুক
ঢাকা (৪ ফেব্রুয়ারি): আইসোলেশনের প্রথম পর্ব শেষে আজ নিউজিল্যান্ডের মাঠে অনুশীলনের জন্যে নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিক-তামিমরা নিউজিল্যান্ডের একটি স্থানীয় মাঠে গ্রপে ভাগ হয়ে অনুশীলন করবেন। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে প্রতিটি গ্রুপে থাকবেন সাত জন ক্রিকেটার।
নিউজিল্যান্ডে পর পর তিন বার করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরেই বুধবার হোটেলে জিম করার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের টাইগাররা। আর আজ বৃহস্পতিবার মাঠে অনুশীলনের অনুমতি পেলেন।
জিম এবং মাঠে অনুশীলনের সুযোগ পেয়ে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছেন, এতদিন আমাদের চলাচলে সীমাবদ্ধতা ছিল। সারাদিন হোটেলে বন্দি থাকতে হয়েছে। কিন্তু এখন বিষয়গুলো স্বাভাবিক হতে শুরু করছে। প্রায় এক সপ্তাহ পরে জিম করে ভালো লাগছে।
এছাড়া, টুর্নামেন্ট খেলতে আসলেও সিরিজ খেলার মধ্য দিয়ে বৃহস্পতিবার আমরা মাঠে যেতে পারবো। এই ব্যাপারটি ভাবতেই অনেক ভালো লাগছে। তবে নতুন বলে নিউজিল্যান্ডের মাটিতে খেলার সময়টা পার করাই হবে ব্যাটসম্যানদের জন্যে বড় চ্যালেঞ্জ। কারণ নতুন বলে উইকেট না দিলে ভাল কিছু করা যাবে না ।