বিসিবিকে সফর সূচি পাঠিয়েছে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি:সংগৃহীত
ঢাকা(০৪ মার্চ): শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এপ্রিলে বাংলাদেশ দলের সফরের চূড়ান্ত সময় সূচি পাঠিয়েছে। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ সূচি পাঠিয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। খুব দ্রুত এ সূচি প্রকাশ করবে বিসিবি। সফরে শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।
বিসিবির প্রধান নির্বাহী শ্রীলঙ্কা সফরের অগ্রগতি সম্পর্কে জানান, শ্রীলঙ্কা চূড়ান্ত শিডিউল পাঠিয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট এখনো কিছু বিষয়ের অপেক্ষায় আছে। সেটা হলে আশা করছি দুই এক দিনের ভেতরে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।
মহামারী করোনাভাইরাসের সময়ে স্বাস্থ্যবিধি, কোয়ারেন্টাইনের নিয়ম-কানুন নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ইতিমধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। তাই আমাদের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে। করোনা নেগেটিভ আসলে অনুশীলন করতে পারবে।
এছাড়া, একই ভেন্যুতে দুটি টেস্ট হবার সম্ভাবনা রয়েছে। এর আগে করোনার কারণে গত বছর দুইবার শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিল। দুই দল এ সিরিজটি খেলবে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। এপ্রিলের মাঝামাঝি শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশের টাইগাররা।