টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে লড়াইয়ে বিপাকে ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - BCCI.TV
ঢাকা(০৬ মার্চ): ভারতের আহমেদাবাদে চলা চতুর্থ টেস্টটি শুধু সিরিজের ভাগ্যই নির্ধারণ করে দেবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে সেটাও ঠিক করে দেবে। ইংল্যান্ড এই ম্যাচ জিততে না পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে পড়বে। আর এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জিতবে ভারত। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলটি।
তবে সর্বশেষ তৃতীয় টেস্টের মতো আহমেদাবাদের একই ভেন্যুতে অনুষ্ঠিত ৪র্থটিতেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। ফের অশ্বিন-অক্ষরের স্পিনবিষে ধরাশায়ী ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়েছে আরো আগেই। এরপর ভারতের হয়ে ঋষভ পন্তের ১০১ রান ও ওয়াশিংটন সুন্দরের ৯৬ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে করেছে ৩৬৫ রান।
জবাবে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১৬০ রানের বড় লিড তাড়া করতে গিয়ে ৯১ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। ইংল্যান্ডের ৬ ব্যাটসম্যানের উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ভারতের দুই স্পিনার অক্ষর ও অশ্বিন। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।
শনিবার খেলার দুপুরের বিরতির পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১১ রান।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। ৭২ বল খেলে ৩০ রান করে অশ্বিনের এলবিডব্লিউয়ের শিকার হতে হয় তাকে।