স্পিনবলের কারিশমা দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - ESPNcricinfo
ঢাকা(০৬ মার্চ): অ্যান্টিগায় সফরকারী শ্রীলঙ্কা বনাম স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে লংকান বোলারদের পাত্তাই দেয়নি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার স্পিন জাদু সেই ম্যাচে কোনো কাজেই দেয়নি। ৪১ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে লংকান বাহিনী। ৪৩ রানের জয় নিয়ে সিরিজে ১-১ এর সমতা এনেছে তারা।
এবার লংকানদের সেই স্পিনঘূর্ণিতেই কুপোকাত হয়েছে গেইল-পোলার্ডরা। লঙ্কান বোলারদের সামনে ক্যারিবিয়ানরা ৮ বল বাকি থাকতেই অলআউট হয়েছে ১১৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দশে নামা ওবেদ ম্যাকয় সর্বোচ্চ ২৩ রান করেন মাত্র ৭ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন লেন্ডি সিমন্স ১৯ বলে।
লাকশান সান্দাকান ও ভানিন্দু হাসারাঙ্গার স্পিন বলের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ম্যাচ সেরার পুরস্কার জেতা হাসারাঙ্গা ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। ৪ ওভারে ১৭ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।
হাসারাঙ্গার মতো ৩ উইকেট পেয়েছেন লাকশান সান্দাকানও। এই স্পিনার ৩.৪ ওভারে খরচ করেছেন মোটে ১০ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট পোলার্ডকেও আউট করেন তিনি। আগের ম্যাচে পোলার্ডের কাছে ছয় ছক্কা হজম করা স্পিনার আকিলা ধনঞ্জয়া আজ পাওয়ার প্লেতে দারুণ বল করেন। এ সময় ৩ ওভারে মাত্র ৭ রানে ১ উইকেট নেন তিনি। মোট ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নিয়ে ধনঞ্জয়া ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা। দানুষ্কা গুনাতিলকার ৪২ বলে ৫৬ রান ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ৩৭ রান করেন পাথুম নিশাঙ্কা।