টেস্ট চ্যাম্পিয়নশীপ: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলো ভারত
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা(০৭ মার্চ): ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠলো ভারত। চার ম্যাচ টেস্ট সিরিজে ইংলিশদের ৩-১ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।
শনিবার আহমেদাবাদে শেষ হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রান হাতে রেখে হারায় ভারত। ফলে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল।
ইনিংস হার এড়াতে ১৬০ রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। ব্যাট হাতে নেমেই ভারতের দুই স্পিনার অক্ষর ও অশ্বিনের স্পিন তোপের মুখে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৬৫ রান করতে গিয়ে উপরের সারির ছয় উইকেট হারিয়ে ফেলে তারা।
এরপর উইকেটরক্ষক বেন ফোকস ও ড্যান লরেন্সের জুটি দলের স্কোর ১০৯ রান পর্যন্ত নিয়ে যায়। ফোকসকে শিকার করে এই জুটি ভেঙে দেয় অক্ষর। পরবর্তীতে আরও দুই উইকেট তুলে নেয় অক্ষর ও অশ্বিন। আর শেষ উইকেট হিসেবে লরেন্সকে তুলে নিয়ে ইংল্যান্ডকে ১৩৫ রানে গুটিয়ে দেয় ভারত।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ড্যান লরেন্স। ভারতের প্যাটেল ৪৮ রানে ও অশ্বিন ৪৭ রানে ৫টি করে উইকেট নেন। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ভারতের ঋষভ পন্ত। সিরিজ সেরার পুরস্কার উঠে ভারতের অশ্বিনের হাতে।
এই ম্যাচ জিতে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে জয়ের পর ভারতের রেটিং পয়েন্ট এখন ১২২।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবেও খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত।