অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - Twitter
ঢাকা(০৭ মার্চ): রবিবার ওয়েলিংটনের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়লেও, পরের দুইটিতে জিতে ২-২ সমতা ফিরিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ম্যাচে আর অসিদের কোনো সুযোগই দিল না স্বাগতিক নিউজিল্যান্ড। খুব সহজেই পাঁচ ম্যাচ সিরিজের জয় পেয়েছে কিউইরা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে ৭ উইকেট বাকি রেখে মাত্র ১৫.৩ ওভারেই ম্যাচ শেষ করে দেয় নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ভালো স্কোর করতে পারেনি কোনো ব্যাটসম্যান। ২৯ বলে সর্বোচ্চ ৪৪ করেন ম্যাথু ওয়েড। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে করেন ৩৬ রান। নিউজিল্যান্ডের হয়ে সোধি তিনটি, বোল্ট ও সাউদি দুটি করে এবং চ্যাপম্যান একটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে স্বাগতিকদের পক্ষে রানের ঝড় তোলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতেই ১০৬ রান করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও মার্টিন গাপটিল। ৩৬ রান করা কনওয়েকে বিদায় করে এই জুটি শেষ করেন মেরেডিথ। পরের বলেই কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেও আউট করেন তিনি।
তবে, নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৬ বলে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন গাপটিল। ১২৪ রানে গাপটিল আউট হয়ে গেলে ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দেন গ্লেন ফিলিপস।
অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার পান মার্টিন গাপটিল। এবং পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতে নেন সোধি।