টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউদাম্পটনে: সৌরভ গাঙ্গুলী
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সৌরভ গাঙ্গুলী (ছবি সংগৃহীত - The Quint)
ঢাকা (০৯ মার্চ): টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জুনের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলো আইসিসি। তবে, আইসিসি ফাইনাল ম্যাচের ভেন্যু নির্বাচনের বিষয়ে কিছু না জানালেও বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে।
সোমবার ভারতের গনমাধ্যমের সামনে তিনি বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। এর মূল কারন হচ্ছে ওখানকার স্টেডিয়ামের নিজস্ব হোটেল ব্যবস্থা রয়েছে যেখানে জৈব সুরক্ষার বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। যেহেতু, করোনা পরিস্থিতি এখনো আমাদের কন্ট্রোলে আসে নি। তাই এটাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপের সময়সূচিতে ছিলো ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। তবে, সর্বশেষ ইংল্যান্ডকে হারিয়ে ভারতের ফাইনালে উঠার পর ভেন্যু সম্পর্কে আর কিছু জানানো হয়নি। ইংল্যান্ডের ফাইনালে খেলা অনিশ্চিত হয়ে যাওয়ার ফলে লডর্সে খেলা আয়োজনের আগ্রহও কমে গেছে আইসিসির।
আইসিসি আয়োজিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখন থেকেই চলছে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড।