নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (০৯ মার্চ): আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালে অনুষ্ঠিত হবে তিন দেশীয় ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট কে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। অনিশ্চয়তা থাকলেও শেষপর্যন্ত জামাল ভূইয়া এই আসরে খেলবেন বলেও জানানো হয়েছে।
এই আসরের ২৪ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে ৫ জনের। এরা হচ্ছেন বসুন্ধরার রিমন হোসেন, মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধার ৩ জন- মোহাম্মদ ইমন, মেহেদী হাসান উজ্জ্বল ও মেহেদী হাসান রয়েল।
নিয়মিত খেলোয়ারদের ফর্মহীনতা ও ইনজুরির কারনেই দলে এতো বড় পরিবর্তন আনা হয়েছে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। এ ছাড়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রবিউল ইসলাম, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া।
ঘোষণা করা দলের মধ্যে থেকে কেউ ইনজুরিতে পড়লে তখন স্ট্যান্ডবাই থেকে খেলোয়াড় নেওয়া হবে। স্ট্যান্ডবাই তালিকায় অনূর্ধ্ব- ২৩ দলের সাত জন খেলোয়াড়কে নেয়া হয়েছে। তারা মূল দলের সঙ্গে অনুশীলনও করবেন।
টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে খেলবে কিরগিজস্তান এর অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টে হবে লিগ পদ্ধতিতে। যেখান থেকে বেশি পয়েন্ট পাওয়া প্রথম দুই দল খেলবে ফাইনালে।
বাংলাদেশ ফুটবল ২৪ সদস্যের জাতীয় দল:
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদি হাসান রয়েল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।
গোলরক্ষক: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
স্ট্যান্ডবাই: গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার আতিকুজ্জামান, মিডফিল্ডার আবু সাহেদ, রহিম উদ্দিন, ইমরান হাসান রিমন ও ফয়সাল আহমেদ ফাহিম ও স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল।