চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিতে হলো বার্সাকেও
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় মেসির (ছবি সংগৃহীত)
ঢাকা (১১ মার্চ): বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে পিএসজির সাথে ১–১ গোলে ড্র করেছে বার্সেলোনা। কিন্তু, দুই লেগ মিলিয়ে ৫–২ গোলে পরাজিত হয় কাতালিয়ানরা। ফলে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হলো লিওনেল মেসিকেও।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিএসজি গতকাল নেইমারকে ছাড়াই খেলতে নেমেছিলো। ম্যাচের ৩১ মিনিটে পিএসজিই এগিয়ে যায়। পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। তবে ঠিক ৬ মিনিট পরই মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগে এটি মেসির ১২০তম গোল।
ম্যাচের ৪৫ মিনিটে লেভিন কুরজাওয়া ফাউল করেছিলেন আঁতোয়ান গ্রিজমানকে। এতে করে পেনাল্টি নিয়ে বার্সার এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো। কিন্তু মেসি সেটি কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা অনেক চেষ্টা করেছিলো গোল করার, কিন্তু পিএসজির রক্ষনভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় সেটি আর সম্ভব হয়নি।
তার আগের দিন পোর্তোর সঙ্গে দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল জুভেন্টাস। বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর। কাল মেসিও বিদায় নিলেন। এর ফলে ২০০৫ সালের পর এই প্রথম ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি–রোনালদোর কেউই থাকছেন না।