আইসিসি’র টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭ নাম্বার
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বুধবার প্রকাশিত আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিং
ঢাকা (১১ মার্চ): ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশের অবস্থান। গতকাল বুধবার এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে এখন ৭ নম্বরে অবস্থান করছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ১০ থেকে ৮ নাম্বারে ও শ্রীলঙ্কা ৭ থেকে ১০ নাম্বারে চলে যায়। এই সুযোগে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচ না খেলেও র্যাঙ্কিংয়ে এক স্থান এগিয়ে গেলো।
বর্তমানে পয়েন্ট টেবিলে বাংলাদেশের সংগ্রহ ২২৯ পয়েন্ট। এরপরই সমান ২২৮ পয়েন্ট নিয়ে ৮, ৯ ও ১০ নাম্বার অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৯০ পয়েন্ট নিয়ে ১১ ও ১২ নাম্বারে অবস্থান আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের।
ইংল্যান্ড ২৭৫ পয়েন্ট নিয়ে আগের মতোই প্রথম স্থান ধরে রেখেছে। ভারত ২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তিন নাম্বারে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ২৫৩ পয়েন্ট।
বাংলাদেশকে ৭ নাম্বার পজিশন ধরে রাখতে হলে সামনের নিউজিল্যান্ড সিরিজে অন্তত একটি ম্যাচে জয় পেতে হবে এবং আফগানিস্তানকে তাদের পরবর্তী সিরিজে অন্তত একটি ম্যাচে হারতে হবে।