ওয়ানডে সিরিজেও জয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সেঞ্চুরির পর লুইসকে অভিনন্দন জানাচ্ছেন শাই হোপ (ছবি সংগৃহীত)
ঢাকা (১৩ মার্চ): টি-টুয়েন্টি সিরিজের পর এবার শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজও জয় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার দেয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এভিন লুইসের ১০৩ ও শাই হোপের ৮৪ রানে ভর করে ২ বল বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক ক্যারিবিয়ানরা।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। ব্যাট করতে নেমে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দীনেশ চান্দিমালকে নিয়ে চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন গুনাথিলাকা। আউট হওয়ার আগে চান্দিমাল ও গুনাথিলাকা যথাক্রমে ৭১ ও ৯৬ রানের ইনিংস খেলেন।
শেষপর্যন্ত, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা।
২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি এভিন লুইস ও শাই হোপ ৩৭ ওভার ব্যাটিং করে ১৯২ রানের জুটি গড়েন। এরপর আরো পাঁচ উইকেট হারাতে হয় তাদের। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিলো ৯ রান। কিন্তু নিকোলাস পুরানের দুই বাউন্ডারিতে ২ বল বাকি থাকতেই ম্যাচ জয় পেয়ে যায় স্বাগতিকরা।
২০১৪ সালের পর এই প্রথমবারের মতো টানা দুই ওয়ানডে জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ তারিখ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগায়।