জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু আজ থেকে
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(মার্চ ১৪): আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। সেটিকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প রিপোর্টিং। আজ থেকে শুরু হবে অনুশীলন। অনুশীলনে ডাক পাওয়া ৩১ ফুটবলারের মধ্যে ২৭ জন যোগ দিয়েছেন ক্যাম্পে।
কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য বর্তমানে কলকাতায় আছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। স্বাভাবিকভাবে যোগ দিতে পারেননি তিনি। এছাড়াও ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেননি আশরাফুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ ও আনিসুর রহমান। এই তিনজনের রবিবার থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ সময়ে পুরোনো ও নতুন খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে। ইংলিশ এই কোচ বলেন, অনুশীলনে লক্ষ্য থাকবে পুরোনোদের সাথে নতুন খেলোয়াড়দের সমন্বয় তৈরি করা।
শনিবার রিপোর্টিংয়ের পর রোববার প্রথম দিনে কোনো অনুশীলন করাবেন না জেমি ডে। প্রথম দিন শুধু খেলোয়াড়দের টিম হোটেলে জিম ও সুইমিং করানো হবে বলে জানিয়েছেন কোচ।
ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে ১৮ মার্চ নেপালে যাবে জাতীয় ফুটবল দল। বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। লিগভিত্তিক খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।