Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বার্সার জয়ের দিনে মেসির রেকর্ড

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বার্সার জয়ের দিনে মেসির রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৮, ১৬ মার্চ ২০২১   আপডেট: ২১:১৮, ১৬ মার্চ ২০২১
বার্সার জয়ের দিনে মেসির রেকর্ড

৬৬১ তম গোল করার পর মেসির উদযাপন (ছবি সংগৃহীত)

ঢাকা (মার্চ ১৬): কাতালান সময় সোমবার রাতে স্প্যানিশ লিগের ম্যাচে উয়েস্কার বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। দুই গোল করার মধ্যে দিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা এখন ২১। এই দুই গোলে পেশাদার ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে রেকর্ড ৭৬৭ ম্যাচে তার মোট গোল সংখ্যা এখন ৬৬১।

এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে চাভি এরনান্দেসের সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন মেসি। ৪-১ ব্যবধানের এই ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন মিনগেসা ও গ্রিজমান। দারুণ এই জয়ে আবারো পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে বার্সা। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তাদের ব্যবধান এখন ৪ পয়েন্টের। লিগে এই ম্যাচের পর টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো বার্সা।

মেসির ৭৬৭ তম ম্যাচ খেলা নিয়ে উচ্ছসিত সাবেক ও বর্তমান সতীর্থরাও। সামাজিক গনমাধ্যমগুলোতে মেসির উদযাপনের ভঙ্গিতে ছবি তুলে পোস্ট করেছেন নেইমার, জাভি, সুয়ারেজ সহ বিভিন্ন তারকা ফুটবলাররা।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান বলেন, মেসি আবারও দেখিয়েছে কেনো ওকে সবার সেরা বলা হয়। ও দেখিয়েছে, বার্সার জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি বিশেষণে বিশেষায়িত করা যায় না মেসিকে। সে ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সৌভাগ্যবান, মেসি এখনো বার্সেলোনার হয়ে খেলছে।

তবে মেসি যদি গোল নাও করতে পারতো, তারপরও এই ম্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকত। এই ম্যাচে মাঠে নেমেই বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে থাকা জাভি হার্নান্দেসকে ছুঁয়ে ফেলেছেন মেসি। পরবর্তী দিন বার্সার হয়ে খেলা সর্বোচ্চ ম্যাচের রেকর্ডটাও তারই হতে যাচ্ছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়