শুন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - Twitter
ঢাকা (মার্চ ১৬): ব্যাটিংয়ে ভালো সূচনা করে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিলো বাংলাদেশ লিজেন্ডস। তবে বোলারদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা লিজেন্ডদের কাছে হারতে হয়েছে ১০ উইকেটে। এই ম্যাচে হেরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে সাবেক টাইগারদের।
মঙ্গলবার ভারতের রায়পুর স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ লিজেন্ডস। শুরুতে নাজিম উদ্দিনের ব্যাটে ঝড়ো সূচনা করে বাংলাদেশ। ৩২ বলে ৩৩ রান করে আউট হন নাজিমউদ্দিন। তার বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে আফতাব আহমেদ ও হান্নান সরকার করেন ৬১ রানের এক জুটি।
দলীয় ১১১ রানে আফতাব বিদায় নেন। এর দুই ওভার পর আউট হতে হয় হান্নানকেও। শেষপর্যন্ত ৮ উইকেটে ১৬০ রান করে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন টিসাবালালা ও মাখায়া এন্টিনি।
টি-টুয়েন্টি ম্যাচে ১৬০ একটি ভালো লড়াকু স্কোর। তবে, প্রোটিয়া ওপেনার পাটিক ও মরনে ভ্যান উইকের অর্ধশতকের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মোহাম্মদ রফিকরা। পাটিক ৮৪ ও মরনে ভ্যান উইক ৬৯ রানে অপরাজিত থাকেন।