সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো তরুন ক্রিকেটার শাহরিয়ার
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
তরুণ ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ (ছবি - ফেসবুক থেকে সংগৃহীত)
ঢাকা (মার্চ ১৬): সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের এক তরুণ ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।
তিনি তার ফেসবুকে লিখেন - অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের খেলোয়াড় রংপুর জুম্মাপাড়ার শাহরিয়ার কবির শুভ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন।
তিনি আরো জানান, বাদ আসর মরহুমের জানাজা জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দাফন হবে মুন্সিপাড়া কবরস্থানে।
সম্প্রতি রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে তিস্তা থানডার্সের হয়ে খেলেছেন। ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে রাতে বন্ধুর বাড়িতে যাওবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হন শাহরিয়ার কবির। এরপর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরন করে এই তরুণ ক্রিকেটার।
২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের কাছে মোটরসাইকেল ড্রাইভ করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা মানজারুল ইসলাম রানা। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মানজারুল ইসলাম রানার ১৪তম মৃত্যুবার্ষিকীর দিনে সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো আরেক উদীয়মান ক্রিকেটারকে।