করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
পাকিস্তান ক্রিকেট দল (ছবি সংগৃহিত)
ঢাকা (মার্চ ১৮): আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে থাকা এক পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ৩৫ সদস্যের দল ঘোষনা করা হয়েছিলো। অনুশীলনের আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। মোট ৩৫ জনের করোনা পরীক্ষা হলেও বাকি ৩৪ জনের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, কেবল একজন ক্রিকেটার ছাড়া বাকিরা করোনা নেগেটিভ হয়েছেন। যদিও সেই ক্রিকেটারের নাম উল্লেখ করেনি বোর্ড।
বিবৃতিতে আরো বলা হয়, যাদের টেস্টে নেগেটিভ এসেছে, তারা বৃহস্পতিবার লাহোরের ট্রেনিং ক্যাম্পে সমবেত হবে। শুক্রবার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন।
এদিকে পিসিবি সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। নিজ বাড়িতেই বৃহস্পতিবার আরেকবার করোনা পরীক্ষা করা হবে তার। যদি তিনি দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভও হন, তারপরও লাহোরে দুইদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পুনরায় করোনা টেস্ট করে দলের সাথে যোগ দিতে পারবেন।