বাংলাদেশ ইমার্জিং মহিলা ক্রিকেট দল ঘোষনা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বাংলাদেশ ইমার্জিং মহিলা ক্রিকেট দল (ছবি: বিসিবি ওয়েবসাইট থেকে সংগৃহীত)
ঢাকা (মার্চ ১৮): আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের ইমার্জিং মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার ঘোষনা দেয়া বিসিবির বিবৃতিতে ২২ সদস্যের দলে অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতিকে। এছাড়া জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, ফারগানা হক, রুমানা আহমেদ সহ বাকি সিনিয়ররাও দলে রয়েছেন।
কয়েকজন তরুণ ক্রিকেটারকেও যুক্ত করা হয়েছে এই সিরিজের জন্য। ফারিহা ইসলাম, দিশা বিশ্বাস, রাবেয়া, রুবাইয়া হায়দার ঝিলিকের মতো নতুন ক্রিকেটারদেরকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ডাকা হয়েছে।
মহামারীর পর থেকে এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে বাংলাদেশী মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর তারা একটিও ম্যাচ খেলেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশ ইমার্জিং মহিলা ক্রিকেট দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃশা, নুঝহাত তাসনিয়া টুম্পা (উইকেট রক্ষক), রাবেয়া, মুরশিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, রিতু মনি, শারমিন সুলতানা, দিশা বিশ্বাস, ফারগানা হক পিংকি, সুরায়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামিমা সুলতানা (উইকেট রক্ষক), খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ।