এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানিস্তানের
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (মার্চ ২০): তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো আফগানিস্তান। বল হাতে এদিনও সফল ছিলেন রশিদ খান। তার আগে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবী।
শুক্রবার আবুধাবিতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ বলে ৫৩ রান করেন করিম জানাত। এছাড়া উসমান ঘানি ৩৪ বলে ৪৯ ও মোহাম্মদ নবী ১৫ বলে ৪০ রান করেন। নবীর ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা।
জবাব দিতে নেমে শুরুতেই ৫৬ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়েন রিচমন্ড মুতুম্বামি ও রায়ান বুরি। বুরি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান। এ দুজনের পর আর কেউ দাঁড়াতে পারেননি। উইকেট। ১৭.১ ওভারে অলআউট হয় জিম্বাবুয়ে। রশিদ খান এক ওভারেই তুলে নেন ৩ উইকেট। ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নেন নবী।
ঝড়ো ইনিংস এবং বল হাতে অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পান মোহাম্মাদ নবী।