Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সমান জয় নিয়ে ধোনির পাশাপাশি আফগান অধিনায়ক

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমান জয় নিয়ে ধোনির পাশাপাশি আফগান অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৩, ২০ মার্চ ২০২১   আপডেট: ২২:৪৭, ২০ মার্চ ২০২১
সমান জয় নিয়ে ধোনির পাশাপাশি আফগান অধিনায়ক

আফগান অধিনায়ক আসগর ও ভারতের সাবেক অধিনায়ক ধোনি (ছবি সংগৃহীত)

ঢাকা (মার্চ ২০): জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে আফগানরা। শুধু তাই নয়, এমন জয়ের পাশাপাশি অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন আফগান অধিনায়ক আসগর। অধিনায়ক হিসেবে ৪১তম টি-টুয়েন্টি ম্যাচ জয় করলেন আসগর আফগান।

আফগানিস্তানকে ৫১ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১০ ম্যাচ হেরেছেন আসগর। অর্থাৎ এখন বিশ্বের সবচেয়ে বেশি টি-টুয়েন্টি ম্যাচ জয়ী অধিনায়ক আসগর আফগান। এতোদিন ধরে এ রেকর্ডটি ছিল ধোনির দখলে।

ভারতের হয়ে ৭২টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ৪১ জয় পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির সেই রেকর্ড আসগর ছুঁয়ে ফেললেন মাত্র ৫১ ম্যাচই।

চলতি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলে ধোনিকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টুয়েন্টি জেতা অধিনায়ক হয়ে যাবেন ৩৩ বছর বয়সী আফগান অধিনায়ক।

ধোনি ও আসগরের পরে এ তালিকায় রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের এইউন মরগান (৫৮ ম্যাচে ৩৩ জয়), পাকিস্তানের সরফরাজ আহমেদ (৩৭ ম্যাচে ২৯ জয়), ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি (৪৭ ম্যাচে ২৭ জয়) এবং ভারতের বিরাট কোহলি (৪৪ ম্যাচে ২৬ জয়)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়