কোড অব কন্ডাক্ট ভাঙ্গায় শাস্তি পেলেন কাইল জেমিসন
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - Twitter
ঢাকা (মার্চ ২৫): বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের প্রতি মেজাজ হারিয়ে জরিমানা গুনতে হলো নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে। ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে তাকে এই শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশি অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের ক্যাচ তালুবন্দী করে আউটের আবেদন জানান জেমিসন। তবে বল মাটি স্পর্শ করায় আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করেও নট আউটের সিদ্ধান্ত জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাগ প্রদর্শন করেন জেমিসন। বিষয়টি ভালো ঠেকেনি ম্যাচ পরিচালকদের।
এর পরিপ্রেক্ষিতে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অবশ্য অভিযোগ শিকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অশোভন আচরণ প্রদর্শন করলে শাস্তি প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় জেমিসনকে জরিমানা করা হয়েছে। শুধু জরিমানা নয়, তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
এর আগে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল জেমিসনের নামের পাশে। এ নিয়ে তার ডিমেরিট পয়েন্ট সংখ্যা এখন ২।