যেসব চ্যানেলে দেখা যাবে পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজ
স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২১ আগস্ট)। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেল।
পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও জিটিভি। ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণও থাকবে এই দুই চ্যানেলের পর্দায়।
পাকিস্তান সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে সব নিয়মিত খেলোয়াড়রা রয়েছেন। তবে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। আর পেসার তাসকিন খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।
এদিকে স্বাগতিক পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশ প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় শুরু হবে পাকিস্তান ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। আগামী ৩০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।