ফিটনেস টেস্টে সবার চেয়ে এগিয়ে সাকিব
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১১ নভেম্বর): আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব আল হাসান। এখন তার লক্ষ্য চেনা পরিবেশে ফেরা। এজন্য কদিন আগেই করোনা টেস্ট দিয়ে সুখবর পেয়েছেন। বুধবার দিয়েছেন ফিটনেস টেস্ট। সেখানে সর্বোচ্চ ১৩.৭ নম্বর তুলে সবাইকে পেছনে ফেলেছেন এ অলরাউন্ডার।
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। যে টুর্নামেন্ট দিয়ে সাকিব ফিরবেন চেনা পরিবেশে। এজন্য বুধবার সকালেই এ তারকা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেন বিপ টেস্ট। দ্রুত সময়ের মধ্যে সে টেস্টের ফল পেয়ে যান তিনি।
গত দুই দিনে বিপ টেস্টে সবচেয়ে বেশি নম্বর ছিল ১৩.৬ কুমিল্লার পেসার মেহেদী হাসানের। বুধবার সাকিব তাকে পেছনে ফেলে দিয়েছেন চমক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে বিপ টেস্টে ক্রিকেটারদের পেতে হবে অন্তত ১১ নম্বর। সাকিব অবশ্য বুধবার বিসিবির বেধে দেওয়া নম্বরকে পেছনে ফেলেছেন।
সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে সাকিবকে নিয়ে সন্তুষ্টিই ছিল লির কণ্ঠে, ‘সাকিব ভালো করেছে। সবকিছুই ঠিকঠাক ছিল। একদম ঠিক ছিল।’
এর আগে সাকিবের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল ৯ নভেম্বর। কিন্তু অন্য ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা ছিল না বলে জনসমাগম এড়াতে সেদিন পরীক্ষা দেননি। তবে বুধবার সে পরীক্ষায় বসে সর্বোচ্চ নম্বর তুলে সাকিব জানিয়ে দিলেন, লম্বা সময় পর চেনা পরিবেশে ফিরতে আমি তৈরি। এখন ব্যাট-বল হাতে এ তারকার ঝলক দেখার অপেক্ষায় ভক্তরা।