শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মাহমুদুল্লাহ জেমকন খুলনার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৮, ১৮ নভেম্বর ২০২০  
মাহমুদুল্লাহ জেমকন খুলনার অধিনায়ক

ছবি: ফাইল ফটো

ঢাকা(১৭ নভেম্বর,২০২০): অলরাউন্ডার সাকিব নয়, মাহমুদুল্লাহ হলেন জেমকন খুলনার অধিনায়ক। করোনা মুক্ত হয়ে ফেরা বাংলাদেশ জাতীয় দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহকে  অধিনায়কত্বের ভার দিয়েছে খুলনা।

মঙ্গলবার  খুলনা টাইটানস তাদের নিজস্ব ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, বঙ্গবন্ধু টি-২০ কাপে মাহমুদুল্লাহকে অধিনায়ক  ঘোষণা করতে পেরে জেমকন খুলনা গর্বিত।
 
এদিকে, সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় সেরা টি-২০ অলরাউন্ডার  মাঠে  ফিরছেন  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে। 

এর আগে সিনিয়র চার ক্রিকেটার তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকের সঙ্গে তরুণ পেসার মুস্তাফিজকে খেলোয়াড়  ড্রাফটে  ১৫ লাখ টাকার ক্যাটাগরিতে রাখে বোর্ড।  এর মধ্যে রাজশাহী 'এ' ক্যাটাগরি থেকে কাউকে না  ডেকে পরের ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে।

দ্বিতীয় ডাকের সুযোগ পাওয়া খুলনা ১৫ লাখ টাকার মাহমুদুল্লাহকে  দলে ভেড়াতে ভুল করেননি। এছাড়া বিপিএলে খুলনা টাইটানসের নেতৃত্ব  দেন মাহমুদুল্লাহ । তার  প্রতি তাই  জেমকন খুলনার আলাদা আগ্রহ ছিল। মঙ্গলবার করোনা থেকে সুস্থ হয়ে ফেরায় তাকেই দলটি তাই দিয়েছে নেতৃত্বভার।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়