শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৯, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৩৩, ২০ নভেম্বর ২০২০
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে

ছবি: ফাইল ফটো

ঢাকা (২০ নভেম্বর): মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু সেটি এখন তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে এই প্রতিযোগিতা।

২০২২ সালে মেয়েদের দুটি বহুজাতিক বড় টুর্নামেন্ট হবে- ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে মেয়েদের কোনও বড় ইভেন্ট নেই। মেয়েরো যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে, সেজন্য এটি পেছানো হয়েছে। তাছাড়া ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, তাই এই ব্যবস্থা।

গত আগস্টে আইসিসি ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পেছানোর সিদ্ধান্ত জানায়। নিউ জিল্যান্ডে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এটি। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটের স্বার্থ বজায় রাখতে তা ২০২২ সালে নেওয়া হয়েছে।

তবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাগ্য নিয়ে এখনও কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়