শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় সিডাব্লিউআই প্রতিনিধি

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫৩, ২৯ নভেম্বর ২০২০  
কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় সিডাব্লিউআই প্রতিনিধি

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কিপার জেসন হোল্ডার। ছবি: পিটিআই

ঢাকা (২৮ নভেম্বর): জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ সিরিজের প্রাক্কালে কোভিড ১৯ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা জানতে ঢাকায় এসেছেন দুই সদস্যের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) প্রতিনিধি দল। শনিবার তারা ঢাকা এসে পৌছেছেন বলে পিটিআই এ রিপোর্টে জানিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বিসিবির বায়ো সিকিউরিটি প্ল্যান এবং স্বাস্থ্য বিধি পরিদর্শণের ঢাকায় আসা সিডাব্লিউআই পরিচালক ড. আকশাই মানসিং এবং বোর্ডের সিকিউরিটি ম্যানেজার পল স্লোওউইল চট্টগ্রামও যাবেন বলে আশা করা হচ্ছে। ৩ ডিসেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।   

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, জানুয়ারিতে বাংলদেশ সফরের আগে তারা এখানে আমাদের  কোভিড ১৯ নিয়ে ম্যানেজমেন্টের পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন।

শনিবার দুজনের কোভিড পরীক্ষা করার পর দুজন তাদের পর্যবেক্ষণ শুরু করবেন। বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ দল তিনটি টেস্ট একাধিক ওডিআই এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়