শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ম্যারাডোনার সম্পত্তি ভাগাভাগি নিয়ে নতুন সংকট

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৮, ২৯ নভেম্বর ২০২০  
ম্যারাডোনার সম্পত্তি ভাগাভাগি নিয়ে নতুন সংকট

ফাইল ছবি

ঢাকা (২৯ নভেম্বর): কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়া হতে না হতেই তার সম্পদের ভাগ নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। তার স্থাবর-অস্থাবর সম্পদের বণ্টন ও উত্তরাধিকার নিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে বান্ধবীর দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নিয়েছে।

ম্যারাডোনা  নিজের সম্পত্তি লিখিত উইল করে গেছেন কিনা তা নিয়েও রয়েছে রহস্য। এখনও পর্যন্ত ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলাসহ আর কেউ এমন কোনো উইল সামনে আনতে পারেননি।

এক রিপোর্টে বলা হয়েছে,  বাড়ি, গাড়ি ও স্পন্সর চুক্তি মিলিয়ে প্রায় ৯০ মিলিয়ন ডলারের সম্পদ রেখে গেছেন ম্যারাডোনা। আর উইল না করে গেলে এ বিপুল সম্পদের বণ্টন নিয়ে তার সাবেক স্ত্রী, বান্ধবী ও সন্তানদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টির জন্য প্রয়াত ম্যারাডোনাই দায়ী। কেননা বর্ণাঢ্য জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন ম্যারাডোনা। তার স্বীকৃত সন্তানই পাঁচজন। আর ম্যারাডোনাকে বাবা দাবি করা এমন সন্তান কাতারে রয়েছেন ছয়জন।  

এই স্বীকৃত আর অস্বীকৃত সন্তানদের মধ্যে ম্যারাডোনার উত্তরাধিকারের লড়াইটা হয়তো আদালতে গড়াবে। ইতিমধ্যে ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লাদিয়া ভিয়াফানে এবং দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার সঙ্গে তার সর্বশেষ বান্ধবী রোসিও অলিভারের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার অলিভারকে ম্যারাডোনার শেষকৃত্যে অংশ নিতে দেননি ক্লাদিয়া। এমনকি ম্যারাডোনাকে শেষবারের মতো দেখতেও দেয়া হয়নি অলিভারকে। এ ঘটনায় ক্লাদিয়াকে আদালতে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন অলিভার। অলিভার বলেন, ‘ক্লাদিয়া ভিয়াফান আমাকে ম্যারাডোনার শেষকৃত্যে যেতে দেননি। জানি না ওরা আমার সঙ্গে কেন এমন করছে! আমিতে শুধু শেষ বিদায় জানাতে চেয়েছিলাম। আমি ছিলাম দিয়েগোর শেষ সঙ্গী। বাকিদের তার ওপর যতটা অধিকার, আমারও তাই। সৃষ্টিকর্তা সব দেখছেন। একদিন এর মূল্য দিতে হবে।’

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়