ইতালির ফুটবল কিংবদন্তি রসি আর নেই
ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (১০ডিসেম্বর): ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। পরিবারের বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে বিবিসি।
ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জুভেন্টাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের অন্যতম রসি।
১৯৮২ বিশ্বকাপে রসির দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি তিনি করেছিলেন।
ইতালির হয়ে তিনি ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন। ইতালির সংবাদমাধ্যম আরএআই স্পোর্টে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন তিনি।