ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেয়ানদোভস্কি
ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৮ ডিসেম্বর): ক্রিস্টিয়ানো রোনালডো বা লিওনেল মেসি নয় এবার ফিফার বর্ষ সেরা ফুটবলারের স্বীকৃতি অর্জন করেছেন রবার্ট লেয়ানদোভস্কি। সবাইকে চমকে দিয়ে তিনি ২০২০ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি জিতে নিলেন। খবর ইউএনবি।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফরা সদরদপ্তরে বৃহস্পতিবার বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি ভার্চুয়ালি আয়োজন করা হলেও ৩২ বছর বয়সী লেয়ানদোভস্কির হাতে পুরস্কারটি তুলে দিতে মিউনিখে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত নৈপুন্যের স্বীকৃতি হিসেবে প্রথম বারের মতো বেস্ট ফিফা মেনস প্লেয়ার নির্বাচিত হলেন পোল্যান্ড দলের অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখের আক্রমন ভাগের খেলোয়ার লেয়ানদোভস্কি।
২০১৯ সালে ২০ জুলাই থেকে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত নৈপুণ্য বিবেচনায় নিয়ে ২৫ নভেম্বর জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং ভক্তদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্যানেলের ভোটে বাছাই করা ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিনজনে নামিয়ে আনা হয়। এ তিনজনের মধ্যে ছিলেন লেয়ানদোভস্কি, মেসি ও রোনালদো।
বিশেষজ্ঞ প্যানেলের ভোটে লেয়ানদোভস্কি পান ৫২ পয়েন্ট, ৩৮ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন রোনালদো এবং ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হন মেসি।