মাশরাফি ছাড়া ২৪ সদস্যের দল ঘোষণা বিসিবির, ফিরেছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংগৃহীত)
ঢাকা(০৪ জানুয়ারি): নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুতর্জাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি)। পাশাপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দেওয়া হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড। দুই ফরম্যাটের দলে ফিরছেন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান।
ঘোষিত ২০ সদস্যের দলের ৭জন নতুন মুখ। এরা হলেন, মোহাম্মদ নাইম শেখ, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ এবং শেখ মাহাদি হাসান।
এদিকে, মাশরাফির সঙ্গে আলোচনা করেই দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, মাশরাফির থাকা না থাকা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে হয়তো।
আগামি ১০ জানূয়ারি থেকে মাঠে অনুশীলন শুরু করবে টাইগাররা। পরে ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান ঘটবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।