বাংলাদেশি বোলারদের তোপে ১২২ রানে অলআউট ক্যারিবীয়ানরা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েব সাইট থেকে নেওয়া
ঢাকা(২০ জানুয়ারি): বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বোলিং তোপের মুখে ১২২ রানে অলআউট হয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। মাত্র ৩২ দশমিক ২ ওভাবে গুটিয়ে যায় ক্যারিবীয়ানরা।
দীর্ঘদিন পর আন্তজার্তিক ক্রিকেটে ফিরেই নিজের অস্তিত্বের কথা জানান দেন বিশ্বসেরা অলরাউন্ডডার সাকিব আর হাসান। টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সাকিব আল হাসান ৪ উইকেট শিকার করেছেন। আর অভিষেকে তরুণ পেসার হাসান মাহমুদ ৩ উইকেট শিকার করেন। এছাড়া কাটার মাস্টার হিসেবে খ্যাত মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি ৪০ রান করেছেন কাইল মের্য়াস। রভম্যাস পাওয়েল করেছেন ২৮ রান। আর অীধনায়ক জেসন মোহাম্মদ করেছেন ১৭ রান।
খেলার শুতে হওয়া টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।