তাবিথকে বিদায় করে বাফুফের সহ সভাপতি মহিউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাফুফে
ঢাকা( ৩১ অক্টোবর): এবারও সেই একই রুদ্ধশ্বাস উত্তেজনা। তবে ফের টাই হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি পদে পুনরায় নির্বাচনে বাজিমাত মহিউদ্দিন আহমেদের।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় বাংলাদেশ আওয়ামী যুব লিগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রাদার্স ইউনিয়নের ডাইরেক্টর ইনচার্জের।
শনিবার সহসভাপতি পদে পুনরায় নির্বাচনে তাবিথ আউয়ালকে ৬৭-৬৩ ভোটে হারালেন মহিউদ্দিন।
নির্বাচনটা অনেকাংশে আওয়ামী লিগ ও বিএনপি লড়াই হয়ে উঠেছির। এটা তো অনেকের জানা
তাবিথ ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত দুটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ছিলেন।
সেই হিসাবে নির্বাচনে বেশ লড়াই করলেন তাবিথ। তবে জেতা হলো না। মহিউদ্দিনের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের বাফুফের নির্বাচন।
এর আগে গত ৩ অক্টোবর একই স্থানে বাফুফের ২১ পদে নির্বাচন হয়। যেখানে ২০ পদে ফয়সালা হয়ে যায়। চার সহসভাপতির একটি পদে মহিউদ্দিন ও তাবিথ সমান ৬৫ ভোট পান। এ কারণেই নির্বাচিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দুজনের মধ্যে আবার ভোটের সিদ্ধান্ত দেন। সেই ভোটে শনিবার ১৩৯ ভোটারের মধ্যে ১৩০জন ভোট দিলেন।
নির্বাচিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া গণমাধ্যমে মহিউদ্দিন বলেন, ‘দেখুন, বাফুফে যে পরিকল্পনা করে এগোচ্ছে, আমি এর সঙ্গে যুক্ত থেকে ফুটবলের উন্নয়নে পাশে থাকব।’