লিটন-মিরাজের দৃঢ়তায় কাটলো ফলোঅনের শঙ্কা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৩ ফেব্রুয়ারি): চট্টগ্রাম টেস্টে লজ্জাজনক হারের পর ঢাকা টেস্টে ফের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ঢাকায় দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালই ছিল।
দ্বিতীয় দিন শেষে অপরাজিত মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের। নিজের ২২তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে আশার আলো দেখাচ্ছিলেন মুশফিক। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন মিঠুন। কিন্তু ১৩ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের বিপদে পড়ে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
তৃতীয় দিনে মুশফিক-মিঠুনের জুটি ভাঙার পর টাইগারদের সামনে ছিল ফলোঅনের হাতছানি। তবে লিটন ও মিরাজের দৃঢ়তায় সে শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ।
তবে এখনো সফররত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৪০ রান। ব্যাটিংয়ে আছেন লিটন (৫৪) এবং মিরাজ (৩৯)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়। চট্টগ্রামে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা।