Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ঢাকা টেস্ট: তৃতীয় দিনে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা টেস্ট: তৃতীয় দিনে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২১  
ঢাকা টেস্ট: তৃতীয় দিনে ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ

ছবি: বিসিবি

ঢাকা (১৩ ফেব্রুয়ারি): মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে সফররত ওয়েস্ট ইন্ডিজ ১৫৪ রানে এগিয়ে রয়েছে।

শনিবার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় ফলোঅন এড়ালেও বাংলাদেশকে ২৯৬ রানে অলআউট করে ১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

৪১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। এনক্রুমা বোনার এবং নাইট ওয়াচম্যান জমেল ওয়ারিকান যথাক্রমে ৮ ও ২ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের পক্ষে তাইজুল, নাঈম এবং মিরাজ একটি করে উইকেট নেন।

তৃতীয় দিনের শুরুটা দারুণ ছিল দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের। নিজের ২২তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে আশার আলো দেখাচ্ছিলেন মুশফিক। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন মিঠুন। কিন্তু ১৩ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর সপ্তম উইকেটে লিটন-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

তাদের দুজনের জুটিতে ১২৬ রান তুলে বাংলাদেশ। ২৮১ রানে মাথায় লিটন দাসকে কর্নওয়াল ফিরিয়ে দেন। তার ব্যাট থেকে আসে ৭১ রান। এরপর আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। মিরাজ করেন ৫৭ রান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস: ১৪২.২ ওভার, ৪০৯/১০ (জশুয়া দা সিলভা ৯২, বোনার ৯০, আলজারি জোসেফ ৮২) আবু জায়েদ ৪/৯৮, তাইজুল ৪/১০৮।

বাংলাদেশের প্রথম ইনিংস: ৯৬.৫ ওভার, ২৯৬/১০ (লিটন ৭১, মেহেদী ৫৭, মুশফিক ৫৪), কর্নওয়াল ৫/৭৪, গ্যাব্রিয়েল ৩/৭০।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস: ২১ ওভার, ৪১/৩ (ক্যাম্পবেল ১৫, বোনার ৮*, ওয়ারিকান ২*।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়