লঙ্কান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব
স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের ক্লাব গল গ্ল্যাডিয়েটর্সে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম 'নিউজরেডিও' বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। তবে এখন পর্যন্ত শুধু সাকিব যে চুক্তি করেছেন লঙ্কান প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তা নিশ্চিত হওয়া গিয়েছে।
আগামী মাসের ১১ তারিখে নিলাম শুরু হলেও তার আগেই দলগুলো সুযোগ পাবে খেলোয়াড় বাছাই করার। সে বাছাইয়েই সাকিবকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। ৫ দল নিয়ে অনুষ্ঠিত হবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএলে)।
এদিকে প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার সাইন করেছেন ঝাফনা কিংস দলে। শুধু তাই নয়, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।