প্রাইজমানি ছাড়াই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাজেট ১০ কোটি!
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(০২ নভেম্বর): করোনা পরবর্তী যুগে কয়েকদিন আগেই সফলভাবে শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। আপাতত তাই ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে ঘিরেই দ্রুতই অনুশীলনে ফিরবেন তারা। তার আগে অবশ্য এ টুর্নামেন্টের প্রাইজমানি ছাড়াই ১০ কোটি টাকা বাজেটের সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহরা।
গত মার্চ থেকে করোনার কারণে প্রায় ৭ মাস বন্ধ ছিল দেশের ক্রিকেট। যে কারণে ক্রিকেটাররা হয়েছেন ক্ষতিগ্রস্থ। তাদের সেই ক্ষতি কিছুটা হলেও পুসিয়ে দিতে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ বাজেট রাখতে চাইছে বিসিবি। এরইমধ্যে সংস্থাটি এই ৫ দলীয় প্রতিযোগিতার প্রাইজমানি ছাড়াই বাজেট ঘোষণা করেছে ১০ কোটি টাকা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এ টুর্নামেন্টে কবে শুরু হবে এখনও জানা জায়নি।
এরআগে প্রথমে জানানো হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে ১৫ নভেম্বর। তবে দল এখনো চুড়ান্ত না হওয়ায় এটি আরো এক সপ্তাহ পেছাতে পারে। এ বিষয়ে বিসিবির এক বিশেষ সূত্র জানিয়েছে, আমরা টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর ধরে কাজ করছি। তবে দল এখনো চুড়ান্ত হয়নি। ফলে টুর্নামেন্টটি আরো এক সপ্তাহ পেছাতে পারে।
করোনার কারণে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পারছে না বিসিবি। ফলে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে বেশ বড় অংকের বাজেট ধরা হয়েছে। প্রতিটি দলের সম্ভাব্য বাজেট ২ কোটি টাকা হতে পারে। এ হিসেবে প্রাইজমানি ছাড়াই টুর্নামেন্টের বাজেট দাঁড়াচ্ছে ১০ কোটি টাকা। চার ক্যাটাগরিতে ভাগ করা হবে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, ‘বি’ ক্যাটাগরি পাবেন ৮ লাখ, ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৬ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৪ লক্ষ টাকা করে পাবেন। আসন্ন এ টুর্নামেন্টে নেই কোন বিদেশি ক্রিকেটার।