চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিলো জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (১০ মার্চ): টানা দ্বিতীয় বছর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায় নিলো জুভেন্টাস। মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস ৩-২ গোলে হারায় পর্তুগীজ ক্লাব পোর্তোকে। কিন্তু দুই লেগের খেলা মিলিয়ে স্কোর ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের নিয়মে হেরে গেছে ইটালিয়ান ক্লাব জুভেন্টাস।
এই হারের পর দলের সমর্থকরা দোষ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালোডোকে। দুই বছর আগে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয় জুভেন্টাস। উদ্দেশ্য ছিলো রোনালদোর পারফরম্যান্স তাদেরকে চ্যাম্পিয়নস লীগের পুরস্কার জেতাবে। তবে পোর্তোর বিপক্ষে গতকালের ম্যাচে একেবারে নিস্প্রভ ছিলেন তিনি।
এদিন ম্যাচের ১৯ মিনিটেই সার্জিও অলিভিয়েরার পেনাল্টিতে গোল পেয়ে যায় পোর্তো। বিরতির পর মাঠে নেমে দুই দলই কেউ কাউকে ছাড় দেয়নি। ফ্রেডরিক চিয়েসা ৪৯ এবং ৬৩ মিনিটে জোড়া গোল দিয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন। কিছু পরে কুয়াদরাদোর দারুণ ক্রসে সমতা আসে ম্যাচে। ফলে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায় খেলা।
অতিরিক্ত সময়ে ১১৫ মিনিটে অলিভিয়েরা আবারো এক দারুন গোল করে স্কোর ড্র করেন। তবে, ১১৭ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন অ্যাডরিয়েন। এতে করে জুভেন্টাস ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয়।
ম্যাচ জয়ের পরেও দুই লেগ মিলিয়ে পরাজিত জুভেন্টাস। ফলে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তাদেরকে।