ওয়ানডে সুপার লীগ: সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সেঞ্চুরির পর হোপকে অভিনন্দন জানাচ্ছে শ্রীলঙ্কা (ছবি সংগৃহীত)
ঢাকা (১১ মার্চ): ওয়ানডে দলে ফেরা শাই হোপের ম্যাচ জেতানো সেঞ্চুরিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ক্যারিবীয়রা। কাল অ্যান্টিগায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো। তিন ওভার হাতে রেখেই ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার রাতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৩২ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে ফিফটি করেন দুই ওপেনার। ধানুশকা গুনাথিলাকা করেন ৫৫ এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে ৫২। ম্যাচের শেষদিকে আশেন বান্দারাও ফিফটি তুলে নেন।
টার্গেট তাড়া করতে নেমে ইভিন লুইসকে সাথে নিয়ে ওপেনিংয়ে ২৮.২ ওভারে ১৪৩ রানের জুটি গড়েন শাই হোপ। লুইস ৯০ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। এরপর ড্যারেন ব্রাভোর সঙ্গে ৭২ রানের জুটি গড়েন হোপ। আউট হওয়ার আগে শাই হোপ তার ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন। ৪৩ ওভারে দলীয় ২১৫ রানে ১৩৩ বলে ১১০ রান করেন তিনি।
হোপের বিদায়ের পর জেসন মোহাম্মদকে সঙ্গে নিয়ে ধৈর্যশীল ব্যাটিং করে ১৮ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ব্রাভো। ৪৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল একই মাঠে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।