দেশের মাটিতে নিষেধাজ্ঞা মুক্ত সাকিব
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৬ নভেম্বর): ক্রিকেট বিশ্বে নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।
সাকিব বলেছেন, ‘আপনাদের দেখে ভালো লাগছে, সবাই এখানে। অবশ্যই এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো এরকম স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।’ তিনি বলেন, ‘চেষ্টা তো থাকবে প্রতিনিয়ত যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি এবং নিজের সেরা পারফরম্যান্সকে যেন ছাড়িয়ে যেতে পারি।‘
ফিটনেস নিয়ে সাকিব বলেন, ‘আসলে এটা ফিটনেস টেস্টের সময়ই বোঝা যাবে। কিন্তু এটা ঠিক, যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে নেই। মাঝখানে যখন ট্রেনিং করছিলাম, তখন ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই এক মাস ভালো একটা অবস্থায় থাকতাম। যেহেতু এক মাসের বিরতি পড়লো, স্বাভাবিকভাবেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছি। আমার কিছুটা সময় লাগবে, এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা ফিটনেস ফিরে পাবো।’
কদিনের মধ্যে ক্রিকেটে ফিরবেন তিনি। এর আগে সোমবার তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। এছাড়া আরও ১১২ জন ক্রিকেটারকেও দাঁড়াতে হবে পরীক্ষার সামনে। এই মাসের শেষ দিকে হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। ওই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব।