Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
এশিয়া কাপে আবারও দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপে আবারও দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৮, ১৪ মার্চ ২০২১  
এশিয়া কাপে আবারও দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই

সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালের একটি মুহূর্ত (ছবি সংগৃহীত)

ঢাকা(১৪ মার্চ): বিরাট কোহলিকে ছাড়াই সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিলো ভারত। এবারও পূর্ণ শক্তির দল না পাঠানোর কথা ভাবছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় গনমাধ্যম গুলোর সূত্রে এ তথ্য জানা যায়।

বিসিসিআইয়ের বিশ্বস্ত এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কোনো সম্ভাবনা নেই এশিয়া কাপে মূল দল পাঠানোর। আমরা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি না। আর ক্রিকেটাররাও দুবার কোয়ারেন্টিনের মধ্যে যেতে পারে না। যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ই, ভারতের দ্বিতীয় দল পাঠানো ছাড়া উপায় নেই।

এদিকে ক্রিকেট বিশ্লেষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, এশিয়া কাপ মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি। কিছুদিন আগে ক্রিকবাজ ইউটিউব চ্যানেলের একটি পর্বে তিনি মন্তব্য করেন, কমপক্ষে ২০ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডে যেতে হবে ভারতীয় দলকে, কারণ ৪ আগস্ট প্রথম ম্যাচ। তাই এর মাঝে ভারত এশিয়া কাপ খেলবে বলে আমার মনে হয় না।

গত বছর করোনা মহামারীর কারনে এশিয়া কাপ মাঠে গড়ায়নি। এ বছর জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে একই সময়ে ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত সময় কাটাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ কাপের লড়াই নিয়ে। এরপর আগস্টে তাদের ইংল্যান্ডেও সফর করার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম কিছুদিন আগে জানায়, এখন পর্যন্ত যা ইঙ্গিত, তাতে দ্বিতীয় সারির এক ভারতীয় দলকেই হয়তো দেখা যাবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়। দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দিতে পারেন ওপেনার শিখর ধাওয়ান।

সর্বশেষ এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলেছিলো ভারত। দলে বড় কোনো তারকা ক্রিকেটারও ছিলেন না। দ্বিতীয় সারির দল নিয়েই সেইবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিলো ভারত।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়