টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল (ছবি সংগৃহীত)
ঢাকা (মার্চ ১৮): নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। ওয়ানডে সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তবে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিলেও তামিম ইকবাল খেলবেন না টি-টুয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এই কথা জানান।
তামিম ইকবাল বলেন, ব্যক্তিগত কারনে আমি টি-টুয়েন্টি সিরিজে থাকতে পারবো না। তবে, দলের জন্য আমার শুভকামনা থাকবে।
পারিবারিক কারণে সাকিব থাকছেন না নিউজিল্যান্ড সফরে। টি-টুয়েন্টি সিরিজে যদি তামিম ইকবালও না খেলেন তবে খর্ব হতে পারে দলের শক্তি। এমনিতেই দল খেলছে এক ভিন্ন কন্ডিশনে।
এ বিষয়ে তামিম বলেন, প্রেস কনফারেন্সে আসার আগেই আমার সাথে কোচের কথা হয়েছে। ব্যাক্তিগত সমস্যার কথা আমি টিম ম্যানেজমেন্টের সাথেও শেয়ার করেছি। এ ব্যাপারে দলের পরিকল্পনা তৈরী করাই আছে, সামনে সবাই জানতে পারবেন।
আগামী ২০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ টিমের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচ সিরিজের টি-টুয়েন্টি খেলবে সফরকারীরা।