বাংলাদেশকে হারিয়ে ১-০ তে সিরিজ এগিয়ে নিউজিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত - Twitter
ঢাকা (মার্চ ২০): নিউজিল্যান্ডের ডানেডিনে কিউই পেসারদের বিধ্বংসী বোলিংয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় আগে ব্যাটিং করে মাত্র ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে মাত্র ২১.২ ওভারেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই তামিমের ছক্কা। এরপরই পরই বড় ধাক্কা লাগে টাইগার শিবিরে। মূলত বোল্টের পেসে তামিম ও সৌম্যকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ব্যাটিং সহায়ক পিচ হওয়া সত্ত্বেও কোনো ব্যাটসম্যানই থিতু হতে পারেননি নিউজিল্যান্ড বোলারদের সামনে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক তামিম ইকবাল ১৩ রান করে আউট হন। লিটন দাস করেন ১৯ রান। মুশফিকের ব্যাট থেকে আসে ২৩ রান। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২৭ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া জেমস নিশাম ও মিশেল সাটনার দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে টি-২০ ধরনে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ওপেনার গাপটিল ১৯ বলে ৩৮ রান করেন। এরপর ওপেনার হেনরি নিকোলাস ও অভিষিক্ত ডেভন কনওয়ে সহজেই জয়ের পথে তুলে নেন দলকে। আউট হওয়ার আগে কনওয়ে করেন ২৭ রান। তবে নিকোলাস অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট সংগ্রহ করেন হাসান মাহমুদ এবং তাসকিন। এছাড়া কোনো বোলারই সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের উইকেটে।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আর ডানেডিনের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহই এটি। আর আজকের এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের জয়ে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক নিউজিল্যান্ড।