ক্যাচ ছেড়ে সিরিজ হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ
কিউই অধিনায়ক টম ল্যাথামের শতক ও বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় ২৭২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ ও সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাটিং করে তামিম ও মিঠুনের অর্ধশতকে ভর করে ৬ উইকেটে ২৭১ রানের লড়াকু পুঁজি গড়ে টাইগাররা। দলের পক্ষে ১০৮ বলে সর্বোচ্চ ৭৮ রান এসেছে তামিমের ব্যাট থেকে। ৫৭ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন মিঠুন। এছাড়া সৌম্য ৩২, মুশফিক ৩৪, মাহমুদউল্লাহ ১৬, মেহেদী হাসান ৭ ও সাইফউদ্দিন ৭ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে দুটি উইকেট নেন সান্টনার।
পরবর্তীতে ফিল্ডিং করতে নেমে মুস্তাফিজ ও মেহেদীর চমৎকার বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। আর তখনই অধিনায়ক ল্যাথাম ও কনওয়ের ১১৩ রানের জুটি ম্যাচে ফেরায় নিউজিল্যান্ডকে।
কনওয়ে ব্যক্তিগত ৭২ রান করার পর তামিমের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফেরেন।কিন্তু, অপরপাশে অনবদ্য ব্যাটিং করে ১১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ল্যাথাম।
নিউজিল্যান্ডের পক্ষে গাপটিল ২০, নিকোলাস ১৩, কনওয়ে ৭২, ইয়ং ১, ল্যাথাম ১১০, নিশাম ৩০ ও মিচেল ১২ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট লাভ করেন মুস্তাফিজ ও মেহেদী।