বিশ্বকাপ বাছাইপর্ব: পর্তুগাল ১-০ আজারবাইজান
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (মার্চ ২৫): আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলের জয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে পর্তুগাল। কিন্তু এ গোল এসেছে প্রতিপক্ষের ভুলে। ফলে, জিতলেও সমর্থকদের মন জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোরা।
বুধবার তুরিনে জুভেন্টাসের মাঠে 'এ' গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে পর্তুগাল। অথচ বল দখলের লড়াইয়ে সবসময় এগিয়ে থাকার পরেও ডিবক্সে গিয়ে প্রতিবারই আজারবাইজান গোলরক্ষক শাহরুদিন মোহাম্মদালিয়েভের কাছে পরাস্ত হয়েছেন রোনাল্ডোরা। পুরো ম্যাচে মূলত মোহাম্মদালিয়েভের পারফরম্যান্সই ছিলো চোখে পড়ার মতো।
কিন্তু ম্যাচের ৩৭ তম মিনিটে নেভেসের ক্রস ঠেকাতে ঝাঁপিয়ে বলকে কোনোমতে দূরে ঠেলে দেন গোলরক্ষক। আর বল পাশেই দাঁড়ানো মেদভেদেভের বুকে লেগে গড়িয়ে জালে ঢুকে পড়ে। ফলে, আত্মঘাতী গোলে ১-০ তে লিড পেয়ে বিরতিতে যায় পর্তুগাল।
গোটা ম্যাচে দাপট ছড়িয়েছে পর্তুগাল। রোনালদো নিজে ৮টি শট নিয়ে গোলপোস্টে রাখতে পেরেছেন ৩টি শট। পুরো ম্যাচে আজারবাইজানের গোলপোস্ট লক্ষ্য করে ২৯টি শট নেন পর্তুগালের খেলোয়াড়েরা। এর মধ্যে ১৪টি শট পোস্টে রাখতে পেরেছেন তাঁরা। ফ্রি কিক থেকে একবার গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের শেষ দিকে সে সুযোগ কাজে লাগাতে পারেননি জুভেন্টাস তারকা। প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আশাহত হন রোনালদো।
বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে শনিবার সার্বিয়ায় যাবে। অন্যদিকে একইদিনে আজারবাইজান খেলবে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দল কাতারের বিপক্ষে।